‘কাজলরেখা’য় যে লুক নিয়ে আসছেন রাজ-মিথিলারা

‘কাজলরেখা’য় যে লুক নিয়ে আসছেন রাজ-মিথিলারা

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

নতুন বছরে বড় পর্দায় আসছে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিশাল ক্যানভাসে নির্মিত গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ছবি ‘কাজলরেখা’। এরইমধ্যে নির্মাতা ডিজিটাল প্রচারণা শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে আনলেন কাজলরেখা সিনেমায় মূল চরিত্রদের ফার্স্ট লুক!

সেলিমের কাজলরেখা ছবিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, খায়রুল বাসার, সাদিয়া আইমান এবং নবাগতা মন্দিরা চক্রবর্তী। চ্যানেল আই সেরা নাচিয়ের মঞ্চ থেকে উঠে আসা মন্দিরাই মূলত এই ছবির নাম চরিত্রে অভিনয় করেছেন।

৪০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে এই সময়ের তারকাদের দেখতে কেমন লাগবে, এমন কৌতুহল অনেকেরই। সেই কৌতুহল যেন আরো উস্কে দিলেন নির্মাতা। কাজলরেখার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার বেশ কয়েকটি চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে শরিফুল রাজ, মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন ও মন্দিরা চক্রবর্তীর লুক।

কঙ্কন দাসী চরিত্রে মিথিলাকে দুর্দান্ত লুকে দেখা গেছে স্থিরচিত্রে। একইভাবে সুচ কুমার চরিত্রে রাজ, কাজলরেখার চরিত্রে মন্দিরা এবং সুচ কুমারের বন্ধুর চরিত্রে খায়রুল বাসারকেও মানিয়ে গেছে বেশ।

বিগত দুই বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি অনুদান পাওয়া ‘কাজলরেখা’র শুটিং করেছেন নির্মাতা। বড় ক্যানভাসে নির্মিত এই ছবিটিকে নির্মাতা বলছেন মিউজিক্যাল ফিল্ম। কেননা এই ছবিতে প্রায় কুড়িটির মতো গান রয়েছে। এরমধ্যে ‘কাজলরেখা’র প্রথম গান মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)। এমন ঘোষণাই দিয়েছেন গিয়াসউদ্দিন সেলিম।

আরো এক যুগ আগে ‘কাজলরেখা’ নির্মাণের উদ্যোগ নিয়ে চিত্রনাট্য তৈরি করেছিলেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। কিন্তু বড় বাজেটের এই ছবির জন্য তখন প্রযোজক পাননি। এরমধ্যেই তিনি নির্মাণ করেছেন স্বপ্নজাল, পাপপুণ্য, গুণীনের মতো সিনেমা।

৪০০ বছর আগের কাহিনী বেছে নেয়ার কারণ হিসেবে শুটিংয়ের আগে নির্মাতা বলেছিলেন, আমরা সমৃদ্ধশালী জাতি ছিলাম সেটা এই ছবিতে দেখাতে চাই। অতীতে আমরা কেমন কাপড় পরতাম, আমাদের স্থাপত্য কেমন ছিল, মানুষে মানুষে সম্পর্কের ক্ষেত্রে প্রাচ্যরীতি কী ছিল- সবকিছু জাতির সামনে তুলতে ধরতে চাই। এসব কিছুর সাথে ‘কাজলরেখা’র মাধ্যমে আমাদের সোনালি অতীতের একফালি রোদ জাতির গায়ে মাখাতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *