বিনোদন ডেস্ক :
এই প্রজন্মের জনপ্রিয় কষ্টশিল্পী কাজী শুভ। নিজস্ব গায়কীর ব্যতিক্রমী ঢং আর সুরের জাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। সেই ধারাবাহিকতায় শুভ হাজির হচ্ছেন আরও একটি নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘প্রেম মেড ইন চায়না’। গানটির কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন কলকাতার সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক আকাশ সেন। ম্যাক্স ব্যাক এন্টারটেইনমেন্ট নিবেদিত রোমান্টিক গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন সামিনা বাশার ও সবুজ আশরাফ সুপ্ত। এ প্রসঙ্গে শুভ বলেন, আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।