অনলাইন ডেস্ক :
প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে গল্পটি। নতুন খবর হচ্ছে, সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। সিনেমাটিতে শুক্রবার বাপ্পী চৌধুরী ও আজ শনিবার জাহারা মিতু চুক্তিবদ্ধ হয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াত। কাজী হায়াত জানিয়েছেন, ‘আপাতত শুটিংয়ের কোনো পরিকল্পনা নেই। সরকার যখন স্বাভাবিক অবস্থা ঘোষণা করবে, তখন আমি শুটিংয়ে যাবো। তার আগে সব গুছিয়ে রাখার চেষ্টা থাকবে।’
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com