বিনোদন ডেস্ক :
এ প্রজন্মের অভিনেত্রী নিশাত প্রিয়ম। ঈদের পর আবারো কাজ শুরু করেছেন নিশাত। বর্তমানে সাইদুর রহমান রাসেলের একটি ফিকশনের শুটিং করছেন। নাম ‘খেয়াল’। এই অভিনেত্রী বলেন, ‘খেয়াল’ চ্যানেল আইয়ের একটি প্রজেক্ট। আমার সহশিল্পী তামিম মৃধা। তিন বন্ধুর গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে। একজন মানুষকে সাফল্যে ওঠার জন্য তার প্রেমিকা বা বন্ধু কতোটা সাহায্য করতে পারে সেটা নিয়ে। আমি প্রেমিকার চরিত্রে অভিনয় করছি। ছোট বিরতির পর আবার কাজে ফিরে ভালো লাগা কাজ করছে প্রিয়মের। তিনি বলেন, ‘মহানগর’র পর একটি বিরতি নিয়েছিলাম। পারিবারিকসহ বিভিন্ন কারণে ব্যস্ত ছিলাম। ঈদের পর আর কাজ করা হয়নি। অনেকদিন পর আবারো কাজ শুরু করে ভালো লাগছে ভীষণ। কারণ, কাজের মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে আরও বেশকিছু কাজের কথা চলছে বলেও উল্লেখ করেছেন নিশাত প্রিয়ম। যার মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফরম, নাটকের কাজ।