‘কাট’ বলার পরও চুমু খেতে থাকেন রণবীর-দীপিকা

‘কাট’ বলার পরও চুমু খেতে থাকেন রণবীর-দীপিকা

অনলাইন ডেস্ক :

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিওকি রাসলীলা: রামলীলা’ ছবিটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের জীবনে ভীষণ স্পেশ্যাল। কারণ এই ছবির সেটেই প্রেমে পড়েছিলেন এই কাপল। রামলীলা ছবির সেটে তাদের সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়েছিল। ছবির সেটে তাদের সম্পর্কের রসায়ন নজরে এসেছিল কলাকুশলীদের। ছবির গানের চুম্বন দৃশ্যেই দুজনের রসায়ন প্রথম নজর কেড়েছিল।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ব্যক্তিগত জীবনে এখন স্বামী-স্ত্রী। ২০১৩ সালে তারা জুটি বেঁধে অভিনয় করেন ‘রামলীলা’ সিনেমায়। ওই সময়ে তারা পরস্পরের মাঝে টান অনুভব করতেন। পরবর্তীতে সেই টান রূপ নেয় বন্ধুত্ব ও প্রেমে। কিন্তু ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়ে একটি চুম্বন দৃশ্যে বিপত্তি ঘটেছিল। দীর্ঘদিন পর সেই ঘটনাই এক সাক্ষাৎকারে শেয়ার করলেন রণবীর সিং।

সিনেমাটির একটি গানে বিছানায় বসে চুম্বন দৃশ্যর শুট চলছিল। রণবীর-দীপিকা গভীর চুম্বনে মত্ত ছিলেন। শট শেষ হলে পরিচালক ‘কাট’ বলেন। কিন্তু তা শুনতে পাননি তারা। বিষয়টি স্মরণ করে রণবীর সিং বলেন—‘কোনো কোনো দৃশ্যে আপনি এমনই ঘোরের মধ্যে চলে যাবেন যে আচমকা সেই চরিত্র থেকে বেরোনো সম্ভব নয়। তেমনটাই ঘটেছিল সেখানে। আমরা ‘কাট’ শব্দটা শুনতে পাইনি বা পেলেও একে অপরকে চুমু খাওয়া থামাতে পারিনি।’

One thought on “‘কাট’ বলার পরও চুমু খেতে থাকেন রণবীর-দীপিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *