অনলাইন ডেস্ক :
গত বছর শ্রোতাপ্রিয় ব্যান্ডদল চিরকুট ইউরোপ ট্যুর করেছিল। সেখানের বেশ কয়েকটি দেশে কনসার্ট করে সাড়া জাগায়। এবার ব্যান্ডটি কানাডা ট্যুরে যাচ্ছে। সেখানে ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ নামে একটি উৎসবে গান গাইবে তারা। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে। চিরকুটের প্রথম কনসার্ট হবে ১ জুলাই। দ্বিতীয় কনসার্ট দ্য সিটি অফ ক্যালগারিতে। চিরকুট জানিয়েছে, এখন পর্যন্ত দুটি কনসার্ট নিশ্চিত হয়েছে। এ সফরে আরও বেশকিছু কনসার্টের পরিকল্পনাও রয়েছে। চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন-ড্রামস, দিব্য নাসের-লিড গিটার, আরাফ-বেইজ গিটার, জাহিদ নীরব- কীবোর্ড, হারমোনিয়াম, ভোকাল, রায়হান ইসলাম শুভ্র-গিটার, ম্যান্ডোলিন।