ফিচার ডেস্ক :
কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল হলেন বাংলাদেশের মাকসুদা আক্তার প্রিয়তি। তিনি নিজেই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন একটি পোস্ট দিয়ে। তিনি টপ মডেল এওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, আমি আসলে অনুভুতি প্রকাশ করতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া আনন্দের ও সম্মানের। প্রিয়তি জানান, এবার কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি৷ প্রসঙ্গত, বাংলাদেশের মেয়ে প্রিয়তি৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায়। বিভিন্ন পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com