কান চলচ্চিত্র উৎসবে ভারতকে বিশেষ সম্মান দিলো ফ্রান্স

কান চলচ্চিত্র উৎসবে ভারতকে বিশেষ সম্মান দিলো ফ্রান্স

অনলাইন ডেস্ক :

আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া কান চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অব অনার’ হিসেবে বেছে নেয়া হয়েছে ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির উপলক্ষেই ভারতকে বিশেষ সম্মান দিলো ফ্রান্স। খবর অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে ৫ স্টার্টআপ কোম্পানি বৈঠকে অংশ নিতে পারবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে আর মাধবন অভিনীত ছবি ‘রকেট্রি’র। এখানেই শেষ নয়, ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’।

১৯৭০ সালে তৈরি এই ছবি মূলত সামাজিক অস্থিরতার মধ্যে আটকে পড়া একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষের গল্প বলে। এই ছবিটি চলচ্চিত্র উৎসবের ‘ক্লাসিক’ বিভাগে দেখানো হবে। সুখবর রয়েছে আরও। উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আসন্ন ৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক বেছে নেবেন সেরা ছবি। ২১টি সিনেমা কাঁটাছেড়ার পর সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *