
অনলাইন ডেস্ক :
জ্যাকুলিন কাব্য। তরুন প্রজন্মের কবি। আত্মপ্রত্যয়ী কবি। কবিতা লিখেন নিজের ভালো লাগা থেকে। মনের আনন্দের খোরাক তার কবিতা।
কাব্য’র কবিতায় ফুটে ওঠে প্রেম, ভালোবাসা, বিদ্রোহ, অভিমান, প্রকৃতি, দেহ তত্ব, ঘৃণা, মায়া প্রভৃতি বিষয়বস্তু। কাব্য’র দ্বিতীয় কাব্যগ্রন্থ “প্রণয়ের দেবতা” এমনই একটি কাব্য সংকলন।
কথা প্রসংগে কাব্য জানালেন, এটা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এবার অমর একুশে গ্রন্থমেলা ২০২২’এ পূর্বা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার এই বই। উল্লেখ্য, বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।