সঙ্গীত ডেস্ক :
করোনার কাছে পরাজিত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন কিংবদন্তি কন্ঠশিল্পী ফকির আলমগীর। শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানাচ্ছেন অনেক সংগীতপ্রেমীরা।
একুশে পদক প্রাপ্ত কন্ঠশিল্পী ফকির আলমগীরের কালজয়ী দুটি গানের একটি হল ‘ও সখীনা গেছস কি না ভুইলা আমারে, আমি অহন রিক্সা চালাই ঢাহা শহরে’ এবং ‘মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদী ভবে কেউ হবে না আমার মা গো’।
এই দুই গানে বাংলা সঙ্গীতে তিনি চিরকাল বেঁচে থাকবেন বলে অনেক সংগীতবোদ্ধারা মনে করেন।
সুরে সুরে ফকির আলমগীর ছিলেন এক প্রতিবাদী কণ্ঠস্বর। এক সময় গ্রামে-গঞ্জে, মাঠে-ঘাটে মানুষের মুখে মুখে উচ্চারিত হতো তার সেসব গান। এসব গানের মধ্যে অন্যতম – ‘ও সখিনা’, ‘মায়ের এক ধার দুধের দাম’, নাম তার ছিল জন হেনরি’ ‘নেলসন ম্যান্ডেলা’ বেশ জনপ্রিয়।