কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসার ভাঙছে, এমন খবর প্রথম প্রকাশ হয়েছিল গেল বছরের নভেম্বরে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রাবন্তী ও রোশনের বিভিন্ন স্ট্যাটাস বার বার শিরোনামে এনেছে তাঁদের। অন্তর্জালবাসীর অনেকে মনে করেন, নেটমাধ্যমে একে অপরকে খোঁচা দিয়ে নানা কথা বলে যান তাঁরা। বিচ্ছেদ, আইনি লড়াই—এসবের মধ্যেই তাঁদের ইঙ্গিতপূর্ণ বার্তা আলোচনার জন্ম দেয়। রোশন যদিও শ্রাবন্তীর সঙ্গে সংসার পাততে আগ্রহী, কিন্তু অভিনেত্রী স্বামীকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি তোমার সঙ্গে থাকতে চাই না।’ সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে রোশন সিং একটি উদ্ধৃতি শেয়ার করেন। সেখানে লেখা, ‘কিছু মানুষ সম্পর্ককে ভিডিও গেম হিসেবে দেখে। তারা গেম খেলে এবং যখন তাদের একঘেয়ে লাগে, তখন তারা ঠকায়।’ এই বার্তায় কি শ্রাবন্তীকে খোঁচা দিয়েছেন রোশন? অন্তত অন্তর্জালবাসীর মত তো এমনই।