কুয়েতে ‘বিস্ট’ নিষিদ্ধ ঘোষণা

কুয়েতে ‘বিস্ট’ নিষিদ্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক :

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘বিস্ট’। সিনেমাটি ১৩ এপ্রিল বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে সিনেমাটি এবং অতীতের তার সব সিনেমার রেকর্ড ভাঙবে–এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ইতোমধ্যে বিভিন্ন দেশ সিনেমাটি মুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে।

সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড়সংখ্যক স্ক্রিনে মুক্তি পাচ্ছে। ভক্তরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সিনেমাটির জন্য। কিন্তু কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করার কারণ হিসেবে দেখানো হয়েছে, সিনেমাটির গল্পে সন্ত্রাসবাদের বিষয় রয়েছে। এদিকে শুধু এক কুয়েতে মুক্তি না পেলেও বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এরই মধ্যে ‘বিস্ট’ সিনেমাটির হিন্দি ও তামিল ভার্সনের ট্রেলারও মুক্তি পেয়েছে। তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষার ট্রেলার কয়েক দিনের মধ্যে মুক্তি পাবে বলেও জানা গেছে। সিনেমাটির প্রচার নিয়ে অনেক পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক নেলসন। সিনেমার প্রচারের জন্য দীর্ঘ ১০ বছর পর ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন বিজয়। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ‘বিস্ট’ সিনেমার পরিচালক নেলসন। আগামী ১০ এপ্রিল ভারতীয় এক টিভি চ্যানেলে দেখা যাবে এই পর্বটি।

‘বিস্ট’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। তামিল ভাষার এই সিনেমাটি অ্যাকশন-ড্রামা ঘরানার সব বিখ্যাত সিনেমাগুলোয় টক্কর দেবে বলে ধারণা পুরো টিমের।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *