অনলাইন ডেস্ক :
ভারতীয় সিনেমায় নতুন ঝড় তুলতে আসছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। এ উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এতেই অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমাটি।
গত কয়েকদিনে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে। টিকিট কেনার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। মাত্র ১২ ঘণ্টায় কেবল হিন্দিতেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়। শনিবার (৯ এপ্রিল) পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, কেবল হিন্দি ভার্সনেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় প্রায় ১০ কোটি রুপি। এখনো বাকি চারদিন। এর মধ্যে অংকটা ২০ কোটি ছাড়িয়ে যাবে সহজেই। মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
সবগুলোর অগ্রিম টিকিট বিক্রির হিসাব করলে অংকটা ৫০ কোটি রুপির বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। এটাকে অনেকটা স্বাভাবিক মনে করছেন সিনে বিশ্লেষকরা। কেননা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে।
অনলাইন প্রিন্ট ভার্সন
Copyright By Binodonmail.com