কেন হারিয়ে গেলেন তুমুল জনপ্রিয় ‘তেরে নাম’ সিনেমার নায়িকা

কেন হারিয়ে গেলেন তুমুল জনপ্রিয় ‘তেরে নাম’ সিনেমার নায়িকা

অনলাইন ডেস্ক :

একবিংশ শতকে বলিউড ইন্ডাষ্ট্রিতে তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে একটি ছিল ‘তেরে নাম’। সতীশ কৌশিক পরিচালিত সিনেমাটিতে জুটিবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ভূমিকা চাওলা।

তৎকালীন সালমান-ভূমিকা এই জুটির সিনেমাটি দারুণ ভাবে জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয় দক্ষতা থাকার পরও বলিউডে নিজের ভিত শক্ত করতে পারেননি ভূমিকা। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি মুম্বাই ইন্ডাস্ট্রিতে। অনেকটা হারিয়েই গিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমিকা জানান, অনেক সময় এমনটা হয়েছিল যে, যখন আমার কাছে কোনো ভালো স্ক্রিপ্ট আসতো, তখন আমি অন্য কোন প্রোজেক্টে ব্যস্ত থাকতাম। আবার কখনও এমনও হয়েছে স্ক্রিপ্টগুলো ভালো ছিল, কিন্তু কাজে নিজের সেরাটা দিতে পারেননি আমি’।

ভূমিকা মনে করেন, ফিল্ম ক্যারিয়ারে বিরতি বিষয়টি খুবই খারাপ। এটি কাটিয়ে দীর্ঘ সময় পর ফিরে আসাটা অনেক বড় চ্যালেঞ্জ। সে কারণেই মূলত বর্তমানে তাকে আর সেভাবে পর্দায় দেখা যায় না।

ভিডিও :
https://youtu.be/012s6XEvt9A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *