বিনোদন ডেস্ক :
শুক্রবার ৩৮ বছর পূর্ণ করে ৩৯-এ পা রাখলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রিয় অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও সহকর্মীরা। বাদ যাননি সালমান খানও। সবার নজরকে তাক লাগিয়ে পুরনো ছবি শেয়ার করে নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান। দ্য কপিল শর্মা শো-এর সেটে বসে থাকা দুজনের পুরনো একটি ছবি শেয়ার করে সালমান লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই একটা অসাধারণ জন্মদিনের। জন্মদিন আসুক তোমার জীবনে ভালোবাসা ও শ্রদ্ধা ভরা। বলিউডে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন সলমান খান ও ক্যাটরিনা কাইফ। ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ও ‘পার্টনারের’ মতো একাধিক সিনেমায় কাজ করেছেন সালমান ও ক্যাটরিনা। সালমানের বোন অর্পিতা খান শর্মাও ক্যাটরিনার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।