অনলাইন ডেস্ক :
আসন্ন ঈদ কে সামনে রেখে ক্লোজআপ ওয়ান তারকা আরিফের নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও “সার্ভিস বাস” প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল ২০ এপ্রিল। ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। এতে মডেল হিসেবে ছিলেন হায়াত ও নিয়াজ। ভিডিও পরিচালনায় রাজু আহমেদ। গানের গীতিকার প্রিন্সিপাল মোঃ তানভীর আলম রিমন।
আরিফের নিজস্ব হোম স্টুডিওতে গানটির সুর ও সংগীতায়োজন করা হয়েছে। গানটির সুর করেছেন আরিফ নিজেই আর মিউজিক করেছেন যৌথভাবে যাকির আহমেদ এবং আরিফ। আরিফের অফিসিয়াল ইউটিউব চ্যানেল “Singer Arif Official” থেকে গানটি প্রকাশ পাবে। গানটি নিয়ে আরিফ বেশ আশাবাদী এবং গানের ভিডিওটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।