
অনলাইন ডেস্ক :
পশ্চিমবঙ্গের আলোচিত সমালোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান আবারও নেট দুনিয়ায় সমালোচনার শিকার হয়েছেন। সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়ে কটাক্ষের শিকার হন তিনি। নিজের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, এদিন ঢিলেঢালা প্যান্ট ও আকাশী রঙা বিকিনি পরেছিলেন নুসরাত। আর নুসরাতের বিকিনি পরা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু তীব্র সমালোচনা। যদিও এর আগে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন এই তারকা। ভিডিওটির কমেন্ট বক্সে কেউ কেউ প্রশ্ন করেছেন, ‘সংসদ সদস্য হয়ে তিনি এলাকার লোকদের কাছে এই পোশাকে কী বার্তা পৌঁছে দিচ্ছেন?’ তার পোশাক নিয়ে একের পর এক কুৎসিত মন্তব্যে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।