গর্ভপাত করাতে পরিচালকের কাছে কত টাকা চেয়েছিলেন!

গর্ভপাত করাতে পরিচালকের কাছে কত টাকা চেয়েছিলেন!

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রামায়া কৃষ্ণান ‘বাহুবলী’ অভিনেত্রী হিসেবে বিশেষ পরিচিত। তিনি অভিনয় গুণে জনপ্রিয়তা যেমন পেয়েছেন, তেমনি সমালোচনাতেও জড়িয়েছেন অনেকবার। দক্ষিণী ছবির পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে গোপন প্রেম থাকায় একাধিকবার আলোচনায় এসেছেন রামায়া।

‘গোপন প্রেম’ নিয়ে অসংখ্য বার আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ক্যারিয়ারের শুরুতে ১৯৯৯ সালে পরিচালক কে এস রবি কুমারের ছবিতে কাজ শুরু করেন রামায়া। এক সঙ্গে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের প্রেমের সম্পর্কে জটিলতা শুরু করেন রবি কুমারের স্ত্রী। বিবাহিত রবি আর অবিবাহিত রামায়ার প্রেম কাহিনিতে ইন্ডাস্ট্রিতে বইতে শুরু করে গরম হাওয়া। এক সময় শোনা যায় এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরেছেন।

এই খবর রবির স্ত্রীর কানে পৌঁছতেই তেলে বেগুনে জলে ওঠেন তিনি। নিজের স্বামীকে সহ রামায়াকে হুমকি দেন। এতে রামায়াকে অস্বীকার করতে শুরু করেন পরিচালক। মেনে নিতে চান না তার অনাগত সন্তানকেও। তাইতো রবি – রামায়া’র সম্পর্কে ভাঙনের সুর বাজে। যদিও তখন রবির সন্তানকে জন্মও দিতে চান রামায়া। কিন্তু ঘটনা এগিয়ে যায় গর্ভপাতের দিকে। জানা যায়, এর জন্যে রবির কাছে ৭৫ লাখ টাকা দাবি করেন রামায়া। এখন তাদের সেই সম্পর্ক নিয়ে নীরবই রয়েছেন রবি – রামায়া। তবে বিভিন্ন সময় প্রেম -গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দু’জনেই।

জানা যায়, ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধতে দেখা যায় রামায়াকে। কৃষ্ণা – রামায়া’র সংসারে বর্তমানে হৃত্বিক কৃষ্ণান নামে একটি পুত্র সন্তান আছে। তাকে নিয়েই সুখের সংসার করছেন রামায়া। ভুলে গেছেন নিজের পুরনো অতীত। দুই যুগের বেশি সময় ধরে দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করছেন রামায়া। ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন ২৬০ টিরও বেশি ছবি। অভিনেত্রীর সর্বশেষ অভিনীত চলচ্চিত্র রজনীকান্তের ‘জেলার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *