অনলাইন ডেস্ক :
জনপ্রিয় ব্রিটিশ ‘সারভাইভালিস্ট’ বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে গিয়ে মহাবিপদে পড়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘রণবীর ভার্সাস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’ নামের নেটফ্লিক্সের এই অনুষ্ঠানের জন্য সাইবেরিয়ার ঘন জংগলে গিয়েছিলেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেতা। সেখানেই ভাল্লুকের তাড়া খেয়েছেন তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে অনুষ্ঠানের একটি প্রোমো প্রকাশ করেছেন রণবীর সিং। সেখানেই এই ঘটনার দৃশ্য দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জঙ্গলে মঙ্গল। রোমাঞ্চকর অভিযান নিয়ে রণবীর ভার্সাস ওয়াইল্ড খুব শিগগির নেটফ্লিক্স ইন্ডিয়াতে দেখা যাবে।’ নানা দুঃসাহসিক অভিযানের জন্য বিখ্যাত বিয়ার গ্রিলস। তার অনুষ্ঠানে অনেক তারকাকে দেখা যায়। এর আগে রজনীকান্ত, অক্ষয় কুমার, অজয় দেবগন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিয়ার গ্রিলসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি সিনেমাটি।