
অনলাইন ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে বলিউডের বহুল আলোচিত অটোবায়োগ্রাফিক্যাল সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মুক্তির পর থেকেই বেশ ভালো ব্যবসা করছে সিনেমাটি। এই সিনেমায় ক্যারিয়ার সেরা পারফর্ম করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অথচ, সিনেমায় আলিয়া ভাটের জায়গায় থাকার কথা ছিল বলিউডের প্রথম সারির তিন নায়িকার। তারা হলেন- দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও রানি মুখার্জি। আলিয়ার আগে পর্দায় গাঙ্গুবাই হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন বলিউডের এই তিন নায়িকা।