
অনলাইন ডেস্ক :
অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা চাঁদনী প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন। এই গানের শিরোনাম ‘জানি না। ’
গানের সুর করছেন ফারহান লাবিব আহমেদ। শুধু গানই নয় এর জন্য একটি মিউজিক ভিডিও বানানো হয়েছে। ভিডিওর সঙ্গেই গানটি প্রকাশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন টুকু খন্দকার।
গাওয়ার পাশপাশি এই গানের মডেলও হয়েছেন চাঁদনী নিজেই।
প্রথমবার গান গাওয়ার অনুভূতি জানিয়ে বললেন, অনেকদিন আগে একটি টেলিফিল্মের জন্য আমার মা গানটি লিখেছিলেন। পরে ওই টেলিফিল্মটি তৈরি না হওয়ায় আমি নিজেই গানটিতে কণ্ঠ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুবই সুন্দর একটি কাজ হয়েছে।