অনলাইন ডেস্ক :
২৯ জুলাই ২০২২ ছিল “গীতিকবি সংঘ বাংলাদেশ”-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আগামী দুই বছরের জন্য যাঁরা নির্বাচিত হলেন-
সভাপতি: শহীদ মাহমুদ জঙ্গী।
সহ-সভাপতি: লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদ।
সাধারণ সম্পাদক: আসিফ ইকবাল।
যুগ্ম সাধারণ সম্পাদক : বাপ্পী খান ও দেলোয়ার আরজুদা শরফ।
সাংগঠনিক সম্পাদক: জুলফিকার রাসেল।
অর্থ সম্পাদক: এনামুল কবির সুজন।
সাংস্কৃতিক সম্পাদক : জয় শাহরিয়ার।
দফতর সম্পাদক : মাহমুদ মানজুর।
সদস্য: আহমদ রিজভী, বাকিউল আলম. জনি হক, সিরাজুম মুনির।
ছবিতে নির্বাচন কমিশনের সদস্য নকীব খান, ফুয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে নতুন কমিটির সদস্যবৃন্দ।