নিউজ ডেস্ক :
বহুদিন পর ঈদে নতুন গান নিয়ে আসছেন দেশ বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী। গানটির শিরোনাম ‘খেলাঘর’। এটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর তারেক। নতুন গান প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, তানভীরের কথা ও সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবার গানটি হলো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই লিরিকটি আমার মনকে নাড়া দিয়েছে। তানভীর তারেক বলেন, গানটি একেবারে ভেতরের অনুভবের। যে কোনো সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস। থিম অনুযায়ী গানটির ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।