গোবিন্দার সিনেমার রিমেক বানাচ্ছেন শাহরুখ খান

গোবিন্দার সিনেমার রিমেক বানাচ্ছেন শাহরুখ খান

শেয়ার করুন

অনলাইন ডেস্ক :

বলিউডে রিমেক সিনেমা এখন নতুন কিছু নয়। তবে রিমেকের সাথে যখন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানের নাম জড়ায় তখন তা সংবাদপত্রের প্রথম পাতায় চলে আসে। ভারতীয় গণমাধ্যমগুলো এমনই এক খবর দিয়েছেন।

রিমেকে নাম লেখাচ্ছেন শাহরুখ। তবে দক্ষিণী কোনো সিনেমার রিমেকে নয়, বলিউডের একসময়ের মহাতারকা ও বন্ধু গোবিন্দার সিনেমার রিমেক বানাবেন শাহরুখ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জানা যায়, ‘ডার্লিংস’ ছবির সাফল্যের পর এবার নতুন আরেক কাজ করতে চলছেন শাহরুখ খান। গোবিন্দার সুপারহিট সিনেমা ‘দুলহে রাজা’ স্বত্ত্ব কিনেছে তার রেড চিলিজ সংস্থা। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হর্মেশ মালহোত্রা পরিচালিত কমেডি সিনেমাটি। ছবিতে গোবিন্দার নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন। নব্বই দশকের ব্লকবাস্টার সিনেমা ‘দুলহে রাজা’। শুধু তাই নয় এর গানও বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয় এই সিনেমার রিমেকে কে বা কারা অভিনয় করবেন তা জানা যাবে শিগগিরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *