গোবিন্দের কানে কানে কি বললেন এফ এ সুমন

গোবিন্দের কানে কানে কি বললেন এফ এ সুমন

অনলাইন ডেস্ক :

বুধবার (১৬ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফালাকাটার একটি স্টেজ শো মাতিয়েছেন বলিউডের ‘ছোট মিয়া’ গোবিন্দ, একই শোতে অংশ নিয়েছেন বাংলাদেশের গায়ক সুমন।

পারফরম্যান্স শেষে গোবিন্দর সঙ্গে কথা বলেন সুমন। সংবাদমাধ্যম সূত্রে কী কথা হয়ছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে আমি বাংলাদেশ থেকে পারফর্ম করতে এসেছি, এ জন্য বিশাল কেউ হতে পারি এমনটা অনুমান করেছিলেন তিনি। আমি বললাম, আমি আপনার ভক্ত। শুনে হাসলেন। বাংলাদেশের খবর নিলেন, তারপর আমার বাহু চাপড়ে দিলেন। বললেন, ফের দেখা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *