গ্যাংস্টারদের হুমকি পেয়েছিলেন সালমান খানও!

গ্যাংস্টারদের হুমকি পেয়েছিলেন সালমান খানও!

অনলাইন ডেস্ক :

সম্প্রতি পঞ্জাবের তরুণ সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার মৃত্যুর পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসছে। শুধু সিধু নয়, গ্যাংস্টারের খপ্পরে পড়েছেন বলিউড অভিনেতা সালমান খানও। জনসমক্ষে তাকে খুনের হুমকি দিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতজুড়ে লরেন্স বিষ্ণই ঘনিষ্ঠ গ্যাংস্টাররাই নাকি দাপিয়ে বেড়াচ্ছে। বিভিন্ন রাজ্যে রয়েছে তাদের বিস্তৃত নেটওয়ার্ক। পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার মৃত্যুর পর তদন্তে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ২০১৮ সালে বলিউড সুপারস্টার সালমান খানকে খোদ আদালতের এজলাসে বসেই হত্যার হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। ভরা এজলাসে সালমান খানকে সরাসরি প্রাণে মারার হুমকি দিয়ে কুখ্যাত এ গ্যাংস্টারকে বলতে শোনা যায়, ‘আমরা যা করি,জানিয়েই করি। যোধপুরেই খুন করব সালমান খানকে। এখনও তো কিছুই করিনি। ’ খবরে বলা হয়েছে, লরেন্সের সহকারী সম্পৎ নেহরাকে বিভিন্ন সময়ে সালমানের বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। জেলের ঘানি টানে লরেন্সও। তাই সে যাত্রায় প্রাণ রক্ষা হয় সালমানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *