
বিনোদন ডেস্ক :
বিজ্ঞাপন জগতের জনপ্রিয় ও দক্ষ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ইতোমধ্যেই ‘আয়নাবাজি’ দিয়ে বাজিমাত করেছেন। সেই সিনেমাতেই অভিনয় করে দর্শকের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন চঞ্চল চৌধুরী। সেই অমিতাভ-চঞ্চল জুটিই ‘চরকি’র ব্যানারে ‘মুন্সিগিরি’ উপহার দিতে চলেছেন। নির্মাতা জানিয়েছেন ‘মৃতেরাও কথা বলে’ শিরোনামে মাসুদ মুন্সির প্রথম তদন্তের গল্পটি একটি ওয়েব সিনেমা হিসেবে আসতে চলেছে এবং তিনি পরবর্তীতে এই চরিত্রকে নিয়ে আরও কাজ করতে আগ্রহী। এ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, চঞ্চল চৌধুরী সে গুরুদায়িত্ব কাঁধে নেওয়ার মতোই দক্ষ অভিনেতা। আশাকরি গোয়েন্দা হিসেবেও ভালো কিছু উপহার দেবে।