বিনোদন ডেস্ক :
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে শরাফ আহমেদ জীবন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বকুল ফুল’। প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে মোশারফ করিম ও তাসনুভা তিশাকে। একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি-কান্না পায়, প্রেম হয়। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বকুল ফুল’। এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রায়, শেরতাজ জেবিন, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী প্রমুখ।