অনলাইন ডেস্ক :
‘ক্লোজআপ ওয়ান’ তারকা আরিফুল ইসলাম আরিফ এর একাধিক গান সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা আরিফ ও ‘মার্কস অলরাউন্ডার’ চ্যাম্পিয়ন তামান্না প্রমির দ্বৈত মৌলিক গানের মিউজিক ভিডিও ‘তুমি কাঁদো কেনো’ নিয়ে আসছেন তিনি।
ঈদের চাঁদ রাতে নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সিঙ্গার আরিফ অফিসিয়াল’ এর ব্যানারে আসছে তার নতুন এই গান।
বরাবরের মতোই গানের কথা লিখেছেন প্রিন্সিপাল মোঃ তানভীর আলম রিমন এবং সুর করেছেন আরিফ নিজেই। আরিফের নিজস্ব ‘হোম স্টুডিও’তে গানটির সঙ্গীতায়োজন করেছেন যাকির আহমেদ এবং আরিফের সম্মিলিতভাবে।
তার এই মৌলিক গান ‘তুমি কাঁদো কেনো’ মিউজিক ভিডিওর ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ রিমন। এতে মডেল হিসেবে দেখা যাবে আরিফ ও প্রমিকেই।