চাঁদ রাতে প্রচার হবে সজল-মৌয়ের ‘প্রতিবেশী একটু বেশি’

চাঁদ রাতে প্রচার হবে সজল-মৌয়ের ‘প্রতিবেশী একটু বেশি’

পরিবারিক দ্বন্দ্ব সংঘাত অতঃপর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘প্রতিবেশী একটু বেশি’। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী মৌসুমী মৌ। জামাল হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এতে সাহিল চাকলাদার চরিত্রে সজল ও রুহি জোয়ারদার চরিত্রে মৌসুমী মৌ অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন মাসুম বাসার, আবদুল্লাহ রানা, আফরোজা প্রমুখ। নাটক প্রসঙ্গে মৌসুমী মৌ বলেন, গল্পে রয়েছে ঢাকা-বরিশালের মধ্যে রেষারেষি। আশা করি নাটকটি দর্শকদের পছন্দ হবে। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত ৮ টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *