চিত্রপরিচালক কাজী হায়াতের সঙ্গে চিত্রনায়িকা শাহনুর প্রথমবারের মত বিজ্ঞাপন চিত্রে

চিত্রপরিচালক কাজী হায়াতের সঙ্গে চিত্রনায়িকা শাহনুর প্রথমবারের মত বিজ্ঞাপন চিত্রে

অনলাইন ডেস্ক :

বিজ্ঞাপনে মডেল হিসেবে চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের সঙ্গে প্রথমবার দেখা যাবে চিত্রনায়িকা শাহনূরকে।তবে এর আগে বহু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

জাভেদ মিন্টুর পরিচালনায় রাজধানীর শনিরআখড়ায় অবস্থিত একটি হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন কাজী হায়াৎ ও শাহনূর। গত ২৮ জুন দিনব্যাপী হাসপাতালটিতেই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন, বিজ্ঞাপনটি বেশ ভালো হয়েছে। প্রচারে আসুক, প্রচারে এলেই দর্শকদের ভালোলাগবে।

শাহনূর গণমাধ্যমকে বলেন, শ্রদ্ধেয় কাজী হায়াৎ আঙ্কেলের সঙ্গে এর আগে অনেকবার সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। মূলত তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করব- এই সুযোগটিই আমি হাতছাড়া করতে চাইনি বলে কাজটি করেছি। শ্রদ্ধেয় কাজী হায়াৎ আঙ্কেল গুণীজন। তার সঙ্গে সময় কাটালেও নিজেকে চলচ্চিত্র সম্পর্কে সমৃদ্ধ করতে পারি। সেই সুযোগটাও হলো।

১৯৬৯ সালে ‘দি ফাদার’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে কাজী হায়াতের যাত্রা শুরু হয়। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘দিলদার আলী’ ‘খোকন সোনা’ ‘মনা পাগলা’ ‘দায়ী কে’ ‘যন্ত্রণা’ ‘দাঙ্গা’ ‘ত্রাস’ ‘সিপাহী’ ‘দেশপ্রেমিক’ ‘তেজী’, ‘আম্মাজান’ ‘ইতিহাস’ ‘ মিনিস্টার’ ‘ কাবুলিওয়ালা’ ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ‘ বীর’ ইত্যাদি।

শাহনূর অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘জীবন যন্ত্রণা’ রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সোলায়মান হোসেনের ‘প্রেম প্রীতি বন্ধন’ ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়।

এদিকে আগামী ৩ জুলাই থেকে আনোয়ার শিকদারের পরিচালনায় ‘বন্ধু তুই আমার’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। শাহনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে জয় সরকারের ‘ইন্দুবালা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *