অনলাইন ডেস্ক :
বলিউডে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ডার্লিংস’ সিনেমায় চমৎকার অভিনয়ের জন্য বর্তমানে বেশ আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি সিনেমায় তার চুম্বন দৃশ্য নিয়ে মুখও খুলেছেন এই অভিনেত্রী।
শেফালি একটি সংবাদমাধ্যমকে বলেন যে, স্ক্রিপ্ট পড়ার সময় তিনি অবাক হয়ে গিয়েছিলেন কারন সিনেমায় এমন দুটি দৃশ্য ছিল! একটি ছিল জুলফির সাথে তার চরিত্র শামসুর অপ্রত্যাশিত চুম্বন এবং আরেকটি ছিল তার অতীত। শেফালি এটিকে একটি মিষ্টি মুহূর্ত বলে অভিহিত করে বলেছেন যে, সিনেমায় তিনি এটি করেন কারণ গল্পের প্রয়োজনে তাকে এটা করতে হয়েছে। সিনেমার গল্প অনুযায়ী সেই মুহুর্তে তিনি ঐ লোকটিকে চুপ করতে চান, নয়তো উনি এখন এসে আরও কিছু বাজে কথা বলবেন (সিনেমার দৃশ্যে)। গল্পে সেই মুহুর্তটাই ছিলো এমন। তাই সেই চুম্বন দৃশ্যটি করতে হয়েছে। দৃশ্যটির দৃশ্যায়ন সম্পর্কে শেফালি বলেন যে, দৃশ্যটি কয়েক করার প্রয়োজন পড়েছে। দৃশ্যের এক পর্যায়ে তিনি ছুটে যান চুম্বন করতে এবং তার সাথের ব্যাগটি বার বার তার মুখে লেগে যাচ্ছিল ফলে তারা দুজনেই ব্যাগটিতে চুম্বন করে ফেলছিলো। তবে শেষ পর্যন্ত দৃশ্যটি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এজন্য তিনি খুশি।