চড়কাণ্ডে অস্কার সঞ্চালনার প্রস্তাব ফেরালেন ক্রিস রক

চড়কাণ্ডে অস্কার সঞ্চালনার প্রস্তাব ফেরালেন ক্রিস রক

অনলাইন ডেস্ক :

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরের মঞ্চে অনুষ্ঠানের সঞ্চালক কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মেরেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এই ঘটনার ৫ মাস কেটে গেলেও, এখনো তা ভুলতে পারছেন না ক্রিস। সে জেরে ২০২৩ সালের অস্কার সঞ্চালনার প্রস্তাবও ফিরিয়ে দিলেন এই তারকা।

অ্যারিজোনার সংবাদমাধ্যমের কাছে ক্রিস নাকি অস্কারমঞ্চে ফিরে যাওয়াকে অপরাধস্থানে (ক্রাইম সিনে) ফিরে যাওয়ার সঙ্গে তুলনা করেছেন। সঞ্চালনার প্রস্তাব ফিরিয়ে দেয়া নিয়ে ক্রিস রক জানান, জেনে বুঝে সেই ক্ষতের জায়গায় কোনো মতেই ফেরার মানসিকতা নেই তার। চলতি বছর ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসরের অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথ প্রসঙ্গে। তখন ক্রিস বলেন, পরের ‘জি আই জেন’ সিনেমাতে অভিনয় করবেন জাডা। ‘জি আই জেন’-এ অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই সিনেমায় তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জাডার মাথাতেও চুল নেই! কিন্তু সেটি স্টাইলের কারণে নয়, তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *