চয়নিকার টেলিফিল্মে আফজাল-মৌ-সেলিম

চয়নিকার টেলিফিল্মে আফজাল-মৌ-সেলিম

অনলাইন ডেস্ক :

বাংলাদেশে যে অল্প কয়েকজন নারী নির্মাতা আছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম নির্মাতার নাম চয়নিকা চৌধুরী। এ পর্যন্ত নাটক ও টেলিফিল্ম মিলিয়ে প্রায় ৪০০ প্রোডাকশন সম্পন্ন করেছেন একাই। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবার চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন ‘প্রথম প্রথম প্রেম’ নামের একটি টেলিফিল্ম। আর তাতে অভিনয় করছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন ও মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে রাজধানীতে ‘প্রথম প্রথম প্রেম’ নামের এই টেলিফিল্মের শুটিং শুরু করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ফারিয়া হোসেনের লেখা টেলিফিল্মটিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও নাবিলা ইসলাম।

এ প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, চয়নিকা চৌধুরীর প্রোডাকশনের সৌন্দর্য থাকে, যত্ন থাকে। তাই দেখতে ভালো লাগে। মৌ কিংবা শহীদুজ্জামান সেলিম আমার পরিবারের সদস্যের মতো। সঙ্গে আছে এই প্রজন্মের নাবিলা। আমার মনে হয়েছে, এটি একটি সুন্দর সমন্বয়। ভালো লাগছে কাজটি করতে।

মৌ বলেন, আমি ভাগ্যবতী, কারণ আফজাল হোসেন কিংবা শহীদুজ্জামান সেলিমদের মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করতে পারি। তাদের সঙ্গে কাজ করলে আমি প্রতিটি মুহূর্তেই শিখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *