
অনলাইন ডেস্ক :
বাংলাদেশে যে অল্প কয়েকজন নারী নির্মাতা আছেন তাদের মধ্যে সবচেয়ে ব্যস্ততম নির্মাতার নাম চয়নিকা চৌধুরী। এ পর্যন্ত নাটক ও টেলিফিল্ম মিলিয়ে প্রায় ৪০০ প্রোডাকশন সম্পন্ন করেছেন একাই। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। পারিবারিক সম্পর্কের এই গল্পে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজার মতো বরেণ্য সব অভিনয়শিল্পী। সঙ্গে রয়েছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
রোজার ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। সুরভীর অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে চয়নিকা লিখেছেন, সুবর্ণা মুস্তাফা, ডলি বা শম্পা আপাকে নিয়ে বলবার কিছুই নেই। তারাই তো শিল্পী, সত্যিকারের নক্ষত্র। পরম শান্তি পাই যখন সেটে থাকেন। তবে ববির সঙ্গে আমার প্রথম কাজ এই প্লাটফর্মে। সুবর্ণা আপার মতো লিজেন্ড অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করা এবং সন্ধ্যায় শুটিং শেষ হয়ে যাওয়া সহজ কথা না। আমি সত্যিই ইম্প্রেসড।