ছবি দেখে রাশমিকাকে ‘যৌনকর্মী’ বললেন নেটিজেনরা

ছবি দেখে রাশমিকাকে ‘যৌনকর্মী’ বললেন নেটিজেনরা

অনলাইন ডেস্ক :

দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। সম্প্রতি তার অভিনীত ‘পুষ্পা : দ্য রাইজ’ ব্যাপক সফলতা অর্জন করেছে। এদিকে, সুদক্ষ অভিনেত্রী এবং সুন্দরী হলেও রাশমিকা নেটমাধ্যমে বহুবার কটাক্ষ বা বিদ্রূপের শিকার হয়েছেন। কখনও হট প্যান্ট পরার জন্য, কখনও অন্তর্বাস নিয়ে। একবার গাড়ি থেকে নামার সময় মাস্ক পরতে ভুলে গিয়েছিলেন।

কিছুক্ষণের মধ্যেই মনে পড়ে এবং মাস্ক পরেন, কিন্তু ততক্ষণে ট্রলারদের শিকার হয়ে যান তিনি। ছোটবেলার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রাশমিকা৷ সেখানেই একজন মন্তব্য করেন ‘দাগার’, কন্নড় ভাষায় যার অর্থ ‘যৌনকর্মী’। রাশমিকা তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং বলেন, কোনো ব্যক্তিকে এ ধরনের কুরুচিকর আক্রমণ করা উচিত নয়।

তিনি প্রশ্ন তোলেন অভিনেতাদের এ ধরনের আক্রমণ করে কী লাভ হয়? শুধুমাত্র জনপ্রিয় বলেই কি একজনকে যা ইচ্ছে বলা যায়? সেই সঙ্গে তিনি বলেন, ‘কাজ নিয়ে সমালোচনা করুন৷ প্রত্যেক পেশার সম্মান আছে৷ অহেতুক পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে নোংরা মন্তব্য করবেন না। প্রত্যেককে সম্মান করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *