‘ছাবা’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য: প্রথম সপ্তাহে আয় প্রায় ৩০০ কোটি

‘ছাবা’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য: প্রথম সপ্তাহে আয় প্রায় ৩০০ কোটি

অনলাইন ডেস্ক :

রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত ঐতিহাসিক সিনেমা ‘ছাবা’ বক্স অফিসে ঝড় তুলেছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই এটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

লক্ষ্মণ উতেকার পরিচালিত ও দীনেশ বিজন প্রযোজিত সিনেমাটি নির্মাণে ১৪০ কোটি রুপি ব্যয় হয়েছে। মুক্তির প্রথম সাতদিনে সিনেমাটি ভারতে আয় করেছে ২৬২.৫ কোটি রুপি, আর বিদেশে আয় করেছে ৩৫ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২৯৭.৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৪১৫ কোটি ১৭ লাখ টাকার বেশি)।

সিনেমার গল্প ঘুরে দাঁড়িয়েছে শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন নিয়ে, যেখানে ভিকি কৌশল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না, সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। ছবিতে আরও আছেন আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি ও দিব্যা দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *