অনলাইন ডেস্ক :
ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা পরীমনি। এবার প্রথমবারের মত মাতৃত্বের স্বাদ ভোগ করতে যাচ্ছেন তিনি। যা নিয়ে তার ভক্ত অনুরাগীদের মনে বেশ কৌতুহল। এইতো কয়েকদিন আগে সুখবর দিয়েছিলেন পরীমনি জানিয়েছিলেন নতুন অতিথির আগমনের তারিখ।
তবে এবার সুখবর পেলেন পরীমনি, তার পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন বলেও জানা গেছে। চলতি বছর সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানান সিনেমাটির পরিচালক আবু রায়হান জুয়েল।
‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-পরীমনি। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী। ২০১৮-১৯ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি।
প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।