‘জংলি’তে সিয়ামের নায়িকা দীঘি!

‘জংলি’তে সিয়ামের নায়িকা দীঘি!

অনলাইন ডেস্ক :

দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। তিন বছর হয়ে গেলেও এখনো সিনেমায় নিজের অবস্থান শক্ত করতে পারেননি তিনি। সর্বশেষ গত বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতার কিশোরী চরিত্রে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন দীঘি। এবার ‘জংলি’ সিনেমায় দীঘিকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম রাহিম।

এ বিষয়ে পরিচালক এম রাহিম বলেন, ‘‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতেই অভিনয় করছেন দীঘি। মূলত চমক দেওয়ার জন্যই নামটি পরে জানানো হচ্ছে। এটির জন্য সে অনেক পরিশ্রম করেছেন, নিজেকে তৈরি করেছেন।’

অন্যদিকে সিনেমায় কাজ প্রসঙ্গে দীঘি বলেন, ‘প্রথম পোস্টার প্রকাশ করে যখন ‘জংলি’ ঘোষণা করা হয়, তখনই ছবিটিতে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হই আমি। এতদিন নিজেকে প্রস্তুত করে তবেই শ্যুটিংয়ে নেমেছি। ঈদের পরপরই সিনেমাটি নিয়ে হলে সবার সঙ্গে দেখা হচ্ছে।’

ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। ২৯ মার্চের অ্যানাউন্সমেন্ট পোস্টারে ছিল সেই বার্তা। তবে সময়স্বল্পতার কারণে ঈদে মুক্তির মিছিল থেকে নিজেদের সরিয়ে নেয় ‘জংলি’। ঈদের দুই বা তিন সপ্তাহ পর মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমাতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন বুবলী।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। আজাদ খানের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমাটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *