অনলাইন ডেস্ক :
সালমান খানের টাইগার ৩ সিনেমা রোববার (১২ নভেম্বর) বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে। দিওয়ালি উপলক্ষে মুক্তি পায় এটি। প্রথম দিন বক্স অফিসে তেমন বাজিমাত করতে না পারলেও ধীরে ধীরে মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবি। দ্বিতীয় দিনে শাহরুখের জওয়ানকে ছাপিয়ে ৫৭.৫২ কোটি রুপি আয় করেছে ছবিটি।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, বক্স অফিসে মহাধামাকা শুরুর অপেক্ষায় সালমান। মুক্তির প্রথম দিনেও খুব একটা মন্দ যায়নি টাইগার ৩। এদিন সাড়ে ৪৪ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। দ্বিতীয় দিনে লাফিয়ে বেড়েছে আয়।
স্যাকনিল্ক ডটকমের তথ্যানুসারে, সোমবার (১৩ নভেম্বর) ভারতজুড়ে মোট ৫৭.৫২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির, যা প্রশংসার দাবি রাখে। এক লাফে আয় বেড়েছে প্রায় ১০ কোটি টাকা। প্রথম দুদিনের আয় মেলালে আপতত টাইগার ৩-র ঝুলিতে রয়েছে ১০২.০২ কোটি রুপি, যা হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা। এমনকি সালমানের ক্যারিয়ারে প্রথম একদিনের আয়ে শীর্ষ ছবি টাইগার ৩।
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল জওয়ান। দ্বিতীয় দিনে দেশটির বক্স অফিসে ৫৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। সালমান সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় দিন ‘পাঠান’-এর কালেকশন ছিল ৭০ কোটি টাকা। টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সালমান। সঙ্গী ‘জোয়া’ ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালক মণীশ শর্মা।