অনলাইন ডেস্ক :
বলিউডের ‘ভাইজন’ নিজের শরীর-স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই সচেতন। অথচ তিনিও ভুগেছেন ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে এক নার্ভের রোগে। যে রোগটিকে প্রচলিত ভাষায় বলা হয় ‘আত্মহত্যার রোগ’। এ রোগে আক্রান্ত ব্যক্তির নাকি এতটাই যন্ত্রণা হয়, তিনি সেটি সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ খুঁজতে থাকেন। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে এই রোগের কথা নিজেই সকলকে জানান সালমান। তিনি বলেন, ‘এতটাই যন্ত্রণা হত, মুখ খুলে ঠিকমতো কথা বলতে পারতাম না। গলার স্বর, কথা বলার ভঙ্গিই পাল্টে গিয়েছিল। লোকজন মনে করতো আমি মদ্যপান করে আছি। সে জন্যই ভাঙা, জড়ানো গলায় কথা বলছি। অথচ রমজানের সময়ে আমি একেবারেই মদ্যপান করতাম না।’ ২০০১ সালে নার্ভের এই সমস্যার শিকার হন অভিনেতা। তারকাদের মাঝে তিনিই প্রথম এই রোগ নিয়ে কথা বলেন, যাতে অন্যরা এ বিষয়ে সচেতন হতে পারেন।