নিউজ ডেস্ক :
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দীর্ঘ বিরতি কাটিয়ে গত রোজার ঈদের আগে অভিনয়ে নিয়মিত হলেও শুটিং শুরুর আগেই ঘটে যায় দুর্ঘটনা। পায়ে আঘাত পান হঠাৎ করেই। চিকিৎসকের শরনাপন্ন হলে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়। তাই তার হাতে থাকা সবগুলো নাটকের শুটিং বাতিল করতে হয়। সেই কারণে এবারের ঈদে তার অভিনীত নতুন নাটক প্রচার হওয়ার সম্ভাবনা নেই। তবে ‘দ্য বক্স’ নামের ভিন্নধর্মী একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন গত ঈদে। একাধিক টিভি চ্যানেলে প্রচার হওয়া সেই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পায়। এটির শুটিং করতে খুব বেশী চলাফেরা করতে হয়না, তাই অনুষ্ঠানটির শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। এতে উপস্থাপনা প্রসঙ্গে তিশা বলেন, ‘ উপস্থাপনায় আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার পর অনেকের কাছে থেকে ভালো সাড়া পেয়েছি। সেই অনুপ্রেরনাতেই এবারের ঈদে এটি উপস্থাপনা করছি।’