জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে সম্মাননা পেলেন কন্ঠশিল্পী এফ এ সুমন

জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে সম্মাননা পেলেন কন্ঠশিল্পী এফ এ সুমন

নিউজ ডেস্ক :

২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে “সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন ঢাকা ৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মজিবর রহমান, সহযোগী অধ্যাপক ও ইনচারজ এনআইসিইউ, মাতুয়াইল আইসিএমএইচ। উক্ত আয়োজন থেকে ডাঃ মজিবর রহমান “শ্রেষ্ঠ চিকিৎসক” হিসাবে হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড গ্রহণ করেন, সেরা গায়ক ও সংগীত পরিচালক হিসাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এপাড় বাংলা ওপাড় বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমন।

সফল সমাজসেবক হিসেবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এডভোকেট আমিনুর রহমান, একজন সফল সংগঠক হিসাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ধলপুরের আরিফুর রহমান মাসুম, সেরা কমিশনার হিসাবে পদক গ্রহণ করেন দোহার পৌরসভার রকিবুল হাসান রকিব,জনপ্রিয় সংগঠক হিসাবে গ্রহণ করেন আলী হোসেন নান্টু, সফল ব্যবসায়ী হিসাবে মাকসুদুর রহমান বাবু এবং শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তা হিসাবে সম্মাননা গ্রহণ করেন ন্যাশনাল কনজুমার প্রডাক্টের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন জুয়েল। উক্ত অনুষ্ঠানটির উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সভাপতিত্ব করেন এম ইব্রাহিম পাটোয়ারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *