জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

অনলাইন ডেস্ক :

বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের কন্ঠশিল্পী কেকে। যার পুরো নাম কৃষ্ণকুমার কুনাথ। মঙ্গলবার ৩১ মে রাতে দক্ষিণ কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে জনপ্রিয় এই বলিউড সঙ্গীত তারকা মৃত্যুবরণ করেন। গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য তিনি কলকাতায় এসেছিলেন। তাদের অনুষ্ঠানের জন্যেই মঙ্গলবার নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী কেকে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবরে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অনুষ্ঠানে চুটিয়ে গান করেন তিনি। কনসার্টে মাতিয়ে রেখেছিলেন শ্রোতাদের। তখনও অসুস্থ বোধ করেননি। হোটেলে গিয়েই আচমকা অসুস্থ বোধ করেন কেকে। তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার সিএমআরআই হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *