নাটক ডেস্ক :
জনপ্রিয় নাট্যঅভিনেতা মোশারফ করিম বিরুদ্ধে ৫০কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ আরও তিনজনের বিরুদ্ধে বাংলাদেশের কুমিল্লার এক আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন এক আইনজীবী।
অভিনেতা মোশাররফ করিম’সহ বাকি তিনজনের বিরুদ্ধে ‘হাই প্রেসার-২’ নামের এক নাটকে আইনজীবীদের ভুলভাবে উপস্থাপনের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এই মামলার বাদীর দাবি, উক্ত নাটকে আইনজীবীদের হেয় করা হয়েছে এবং আইনজীবীদের পেশাকে অসম্মানিত করা হয়েছে।
গত রবিবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কুমিল্লা বারের আইনজীবী এড. রফিকুল ইসলাম হোসাইনি। মামলায় অভিনেতা মোশারফ করিম ছাড়াও নাম আছে অভিনেতা জামিল হোসাইন, ফারুকি আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির সিইও-এর।