অনলাইন ডেস্ক :
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজন আসছে। এর নাম রাখা হয়েছে ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’। ধারাবাহিকটির জন্য গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের নতুন গানটি নিয়ে তিনি বেশ উৎফুল্ল।
২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যান্সি। নতুন গান প্রসঙ্গে ন্যান্সির অনুভূতি, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’
‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়।