বিনোদন ডেস্ক :
প্রতিবছরই নিজের জন্মদিন বেশ ধূমধাম করেই আয়োজন করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আজ ২৪ অক্টোবর এই নায়িকার জন্মদিন। প্রতিবারের মতো এবারও বেশ বড় আয়োজন হয়েছে পরীমণির জন্মদিনকে ঘিরৈ। জানা গেছে, পরীমণির এবারের জন্মদিনের আয়োজন হবে রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লোতে। প্রতিবছর পরীমণি তার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের আয়োজনে পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙের ড্রেস কোড নির্বাচন করে দিয়েছেন তিনি। শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণপত্র দিয়ে নিজের জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছেন পরীমণি। আমন্ত্রণপত্রেও রয়েছে সৃজনশীলতার ছাপ। আমন্ত্রণপত্রটি দেখলে যে কেউ মনে করবেন এটি বিমানের টিকেট। আমন্ত্রণপত্রে বিমানের ছবিও রয়েছে। শিরোনামে লেখা: তোমার খাঁটি হৃদয় নিয়ে আমার কাছে এসো এবং আমার সঙ্গে উড়ে বেড়াও চিরদিনের জন্য।