নিউজ ডেস্ক :
প্রতিবারের মত এবার ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে আনন্দমেলা। এবারে পুরোপুরি ভিন্নভাবে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত ঈদ আয়োজন ‘আনন্দমেলা’। বর্তমানে আমাদের দেশীয় গ্রাম-বাংলার সংস্কৃতি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। আর সেই সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরেই নির্মিত হয়েছে এই ‘আনন্দমেলা’। এখানেও দেখা যাবে- যাত্রার প্যান্ডেল, সার্কাস, পতুল নাচ, বায়োস্কোপ, নিশানা লাগানো, চুড়ি, মুড়ি-মুরকির দোকান, মিষ্টির দোকান, বেতের নানা উপকরণের দোকান, নাগরদোলা, বানর নাচ, হাওয়াই মিঠাই, খাবারের দোকান, পোষাকের দোকান ইত্যাদি। আনন্দমেলায় উপস্থাপনা করেছেন রিয়াজ ও স্পর্শিয়া। এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।