অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায়ই সময়ই তিনি কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে থাকেন। বলিউডের নাম লেখানোর পর থেকে বেশ কয়েকটি সম্পর্কে জড়ালেও কোনো প্রেম স্থায়ী হয়নি কঙ্গনা রানাউতের। বর্তমানে কঙ্গনার প্রেমিক নেই! কেনো নেই বা বিয়ে করেছেন না? ভক্তদের মনে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ‘ধাকড়’ সিনেমার মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তার। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শুট করেছেন। সিদ্ধার্থ কান্নানকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এ রকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’ এর পর সিদ্ধার্থ কান্নান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলে জানান, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’