
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গত বছর মানহানির মামলা দায়ের করেছিলেন কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার। সেই মামলায় বেশ বিপাকে পড়তে যাচ্ছেন এ অভিনেত্রী। গ্রেফতারও হতে পারেন তিনি! ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, জাভেদের করা মানহানি মামলায় বারবার আদালতের আদেশ অমান্য করার অভিযোগ উঠেছে কঙ্গনার বিরুদ্ধে। মঙ্গলবার এ মামলার শুনানিতে আদালতে হাজির হননি তিনি। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। এদিন যদি আদালতে তিনি হাজির না হন তাহলে কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আদালত। আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ। মামলাটি খারিজের দাবিতে মুম্বাই হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা।